করতোয়ায় নৌকাডুবির ১৭ দিনের মাথায় এল নৌপরিবহন অধিদপ্তরের তদন্ত দল

নৌকাডুবির ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করেন নৌপরিবহন অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। আজ মঙ্গলবার পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার ১৭ দিনের মাথায় তদন্তে এসেছে নৌপরিবহন অধিদপ্তরের তিন সদস্যের তদন্ত কমিটি। যদিও গত ২৬ সেপ্টেম্বর গঠিত এ তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে তদন্ত দলের সদস্যরা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে নৌকাডুবির স্থান আউলিয়ার ঘাট পরিদর্শনে আসেন। তাঁরা দুপুর পর্যন্ত বোদা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে নৌকাডুবির প্রত্যক্ষদর্শী, মাঝি, স্থানীয় জনপ্রতিনিধি, উদ্ধারকারী দল ও বেঁচে ফেরা যাত্রীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সাক্ষাৎকার গ্রহণ করেন। পরে বিকেলে তাঁরা ফিরে যান।

আরও পড়ুন

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হক স্বাক্ষরিত একটি চিঠি সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে শতাধিক যাত্রী নিয়ে নদী পার হওয়ার সময় নৌকাডুবির ঘটনা ঘটে। পরদিন ২৬ সেপ্টেম্বর প্রথম আলোর প্রতিবেদনের বরাত দিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে নৌপরিবহন অধিদপ্তর। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।

তদন্ত কমিটিতে নৌপরিবহন অধিদপ্তরের বরফকল ঘাট-নারায়ণগঞ্জের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার কার্যালয়ের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এহতেছানুল হক ফকিরকে আহ্বায়ক করা হয়। এ ছাড়া তদন্ত কমিটির সদস্যসচিব করা হয় আঞ্চলিক নৌযান সার্ভে এবং রেজিস্ট্রেশন/পরিদর্শন অফিস বাঘাবাড়ি সিরাজগঞ্জের পরিদর্শক মো. শাহজাহান সিরাজকে। তদন্ত কমিটির অপর একজন সদস্য হলেন নৌপরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) শারমিন আক্তার।

আরও পড়ুন

তদন্ত কমিটির কার্যপরিধির মধ্যে রাখা হয়েছে দুর্ঘটনার কারণ নির্ণয়, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, আইএসও ’৭৬–এর যেসব ধারা লঙ্ঘনের কারণে দুর্ঘটনা ঘটেছে, তা শনাক্তকরণ, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা কীভাবে রোধ করা যায়, সে বিষয়ে সুপারিশ জমা দেওয়া।

দুর্ঘটনার ১৭ দিনের মাথায় তদন্তে আসার বিষয়ে কমিটির আহ্বায়ক এহতেছানুল হক ফকির প্রথম আলোকে বলেন, আসলে তদন্ত কমিটির তিনজন সদস্যের কর্মস্থল তিন জায়গায়। প্রত্যেকের নিজ নিজ দপ্তরে কাজের চাপ থাকায় সমন্বয় করে আসতে কিছুটা সময় লেগেছে। তবে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে তাঁরা আরও ১৫ কার্যদিবস সময় বাড়ানোর আবেদন করেছেন। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সঙ্গে কথা বলে তাঁরা নিজ নিজ কর্মস্থলের দিকে রওনা দিয়েছেন।

আরও পড়ুন

২৫ সেপ্টেম্বর দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বাজারের পাশে করতোয়া নদীর আউলিয়ার ঘাট থেকে শতাধিক মানুষ নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯টি লাশ উদ্ধার করা হয়েছে। তিনজন এখনো নিখোঁজ।