স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে প্রাইভেট কারটি দশমাইল বাজার থেকে দিনাজপুর শহরের দিকে ফিরছিল। সাতমাইল বাঁক এলাকায় পৌঁছালে প্রইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ন বসাকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন অন্য ব্যক্তিদের দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাওনেরও মৃত্যু হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, রাত সাড়ে ১২টার দিকে দশমাইল থেকে প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। ধারণা করা হচ্ছে, গাড়ির গতি বেশি হওয়ায় নিয়ন্ত্রণ হারানোর মতো ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।