ফরিদপুরে আওয়ামী লীগ নেতার সম্পাদিত ছবি ফেসবুকে, মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেনের ছবির সঙ্গে সম্পাদনা করে প্রধানমন্ত্রীর ছবির যুক্ত করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে ও অপরটি ১০ কোটি টাকা মানহানির অভিযোগে করা হয়েছে।
মামলা দুটির একমাত্র আসামিকে গত রোববার রাত তিনটার দিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালীয়া গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নগরকান্দা থানার পুলিশ।
তাঁর নাম মো. হোসেন আলী (২৭)। গতকাল সোমবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মো. হোসেন আলী প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেনের ছবি সম্পাদনা করে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। এ ঘটনায় ২৫ জুন ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন ও ১০ কোটি টাকা মানহানির অভিযোগে দুটি মামলা করেন জামাল হোসেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মো. হোসেন আলী তাঁকে রাজনৈতিক ও পারিবারিকভাবে হেয় করতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছবি ফটোশপের মাধ্যমে যুক্ত করে ফেসবুকে প্রচার করেন। এতে তাঁর আনুমানিক ১০ কোটি টাকার মানহানি হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন প্রথম আলোকে বলেন, মামলার পর মো. হোসেন আলীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।