নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের বিক্ষোভ, জামায়াতের মিছিল থেকে আটক ১৬
বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় তাঁরা এই বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সড়কে কাঠের গুঁড়িতে আগুন দেন।
এদিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় জামায়াতে ইসলামীর ১৬ নেতা-কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশ ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজ সকালে পাঠানটুলি এলাকায় অবরোধ সমর্থনে মিছিল শেষে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে জামায়াতে ইসলামীর ১২ নেতা-কর্মীকে আটক করেন। পুলিশ মিছিল থেকে আরও চারজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে অবরোধ সমর্থনে মহানগর যুবদলের নেতা-কর্মীরা শহরের হাজীগঞ্জ এলাকায় মিছিল বের করেন। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদস্যসচিব শাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ-সিদ্ধিরগঞ্জ নাগিনা জোহা সড়কে কাঠের গুঁড়িতে আগুন দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ আসার আগেই তাঁরা সরে যান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, যুবদলের নেতা-কর্মীদের সড়কে আগুন দেওয়ার বিষয়টি তাঁদের জানা নেই। তবে মিছিল থেকে নাশকতা করার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহায়তায় জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।