নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে যুবদলের বিক্ষোভ, জামায়াতের মিছিল থেকে আটক ১৬

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে অবরোধ সমর্থনে বিক্ষোভ করে মহানগর যুবদল। আজ বৃহস্পতিবার ভোরে
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচির সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় তাঁরা এই বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সড়কে কাঠের গুঁড়িতে আগুন দেন।

এদিকে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় জামায়াতে ইসলামীর ১৬ নেতা-কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশ ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজ সকালে পাঠানটুলি এলাকায় অবরোধ সমর্থনে মিছিল শেষে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে জামায়াতে ইসলামীর ১২ নেতা-কর্মীকে আটক করেন। পুলিশ মিছিল থেকে আরও চারজনকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে অবরোধ সমর্থনে মহানগর যুবদলের নেতা-কর্মীরা শহরের হাজীগঞ্জ এলাকায় মিছিল বের করেন। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম ও সদস্যসচিব শাহেদ আহমেদের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ-সিদ্ধিরগঞ্জ নাগিনা জোহা সড়কে কাঠের গুঁড়িতে আগুন দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ আসার আগেই তাঁরা সরে যান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, যুবদলের নেতা-কর্মীদের সড়কে আগুন দেওয়ার বিষয়টি তাঁদের জানা নেই। তবে মিছিল থেকে নাশকতা করার সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সহায়তায় জামায়াতের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।