নাতনিকে ট্রেন দেখাতে গিয়ে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নাতনিকে ট্রেন দেখাতে নিয়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদ রেলসেতুতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন চিরিরবন্দর উপজেলার রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও তাঁর ছেলের ঘরের নাতনি সাথী (৭)। নিহত সাথী চিরিরবন্দর উপজেলার নশরৎপুর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের সাথী আর রহমানের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন দিন আগে চিরিরবন্দর উপজেলার নশরৎপুর ইউনিয়নের কলেজপাড়া গ্রাম থেকে মর্জিনা বেগম পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকায় মেয়ের ঘরের এক নাতনির বিয়ের দাওয়াতে সাথীকে নিয়ে আসেন। শনিবার সকালে মর্জিনা বেগম তাঁর নাতনি সাথীকে ট্রেন দেখাতে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তাঁরা পার্বতীপুর পুরাতন বাজার এলাকার তিলাই নদের রেলসেতুর ওপরে চলে যান। এ সময় ঢাকাগামী আন্তনগর দ্রুতযান ট্রেন চলে আসে। রেলসেতুর ওপরে থাকা অপর দুজন নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান। আর দাদি-নাতনি একসঙ্গে ট্রেনে কাটা পড়ে মারা যায়।

ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যুর খবর নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে।