ঝোপে লুকিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত বখাটেদের, রাস্তার পাশের আগাছা পরিষ্কার
ঢাকার নবাবগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে ঝোপঝাড়ে লুকিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করত এলাকার বখাটেরা। ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাস্তার আশপাশের কলাগাছসহ আগাছা পরিষ্কার করে দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
নবাবগঞ্জ উপজেলা সদরের পাশে কাশিমপুর মহিলা মাদ্রাসা কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ কাজ করে। ছাত্রীদের অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসার সভাপতিসহ শিক্ষকেরা এ সিদ্ধান্ত নেন।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকার কিছু বখাটে কাশিমপুর মহিলা মাদ্রসায় যাতায়াতের রাস্তার কলাগাছ ও জঙ্গলের আড়ালে লুকিয়ে থেকে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল বলে অভিভাবকেরা অভিযোগ করেন। ঘটনাটি জানতে পেরে মাদ্রাসা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, রাস্তার পাশের কলাগাছ ও আগাছা পরিষ্কার করলে হয়তো বখাটেরা সেখানে আড্ডা বা লুকিয়ে থেকে উত্ত্যক্ত করার সুযোগ পাবে না। এ জন্য তাঁরা আগাছা পরিষ্কার করে দেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহীম খলিল প্রথম আলোকে বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্রীদের মাদ্রাসায় যাতায়াতের নিরাপত্তার কথা ভেবে রাস্তার দুই পাশের কলাগাছসহ আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক মো. রওশন আলী বলেন, রাস্তার পাশে গাছের আড়ালে লুকিয়ে বখাটেরা মাদ্রাসার ছাত্রীদের উত্ত্যক্ত করত। এ সমস্যা থেকে উত্তরণের জন্য প্রাথমিকভাবে রাস্তার পাশের ঝোপঝাড় ও কলাগাছ কেটে ফেলা হয়েছে।