‘যারা খারাপ ব্যবহার করবে, তারা পৃথিবী থেকে নাই হয়ে যাবে’
রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে তিনি বলেন, তাঁর সঙ্গে খারাপ আচরণ করলে তাঁদের পৃথিবী থেকে চলে যেতে হবে।
গতকাল রোববার রাতে ফেসবুকে দেড় মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ উপজেলার সোনাডাঙ্গা এলাকার জাহেদুর রহমানের ফেসবুক আইডি ‘বনবন্ধু জাহেদুর রহমান ইকবাল’ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পরে তিনি পোস্টটি মুছে (ডিলিট) ফেলেন। যদিও ফেসবুকের অন্য আইডিতে ওই ভিডিও রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল তাহেরপুর পৌরসভায় নিজ বাসভবনের সামনে আবুল কালাম আজাদ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে ওই ভিডিও করা হয়। সেখানে তিনি বলেন, ‘আমার সাথে যারা ভালো ব্যবহার করবে, আমি ফেরেশতা, যারা খারাপ করবে, তারা পৃথিবী থেকে নাই হয়ে যাবে।’
ওই ভিডিওতে বর্তমান সংসদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক এবং সোনাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল হকের বিষয়ে মন্তব্য করেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘এনামুল হকের মতো লোককে ভুলি দিয়ে নৌকা নিয়েছি, তার মানে বুঝতে হবে। কোনো আজাহার-মাজাহার এলাকায় থাকবে নাকো। নৌকার বাইরে কথা বললে আজাহারের চেহারা চেঞ্জ হয়ে যাবে। আওয়ামী লীগ করতে হবে, নৌকায় ভোট দিতে হবে। আজাহার ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তো, নাকি? আপনারে বিরোধিতা করে ওই এলাকায় থাকতে পারবে নাকো। কারণ, সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ছেলেপেলের সাথে থাকতে হবে। নৌকার ভোট করতে হবে। ওগলা মাস্তানি থাকবে নাকো। নৌকার বাইরে কোনো মাস্তানি চলবে না।’
সংসদ সদস্য এনামুল হকের সমর্থক আজাহারুল হক। এবারের নির্বাচনেও তাঁর পক্ষে কাজ করছেন তিনি। ওই ভিডিওর বিষয়ে আজাহারুল হক বলেন, এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
এনামুল হকের প্রতিষ্ঠান এনা গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, এই বিষয়ে সংসদ সদস্য এনামুল হকের পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। প্রস্তুতি চলছে।
এ সম্পর্কে আবুল কালাম আজাদের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, তিনি (প্রার্থী) কাউকে ব্যক্তিগতভাবে হুমকি দেননি। এটা স্বতন্ত্র প্রার্থীর ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। তবে আওয়ামী লীগের নেতারা নৌকার পক্ষে কাজ করবেন, এটাই স্বাভাবিক।
আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য এনামুল হক ছাড়াও এই আসনে আরও দুই প্রার্থী রয়েছেন।