ফেনীতে সড়ক বিভাজকের সঙ্গে আটকা পড়ে ট্রাকচালক নিহত
ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ট্রাকটির চালক নিহত হন। নিহত চালকের নাম নুর মোহাম্মদ (৩৬)। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার রশিদের পাড়ার এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। আজ মঙ্গলবার ভোরে ফেনী সদর উপজেলার ছনুয়া নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের ছনুয়ায় ঢাকামুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার সময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ আটকে যায়। পরে খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই স্থানে গিয়ে হাইওয়ে পুলিশের সহযোগিতায় চালক নূর মোহাম্মদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা–নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।