শিবগঞ্জে অফিসকক্ষে সাবরেজিস্ট্রারের ওপর হামলা

চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অফিসকক্ষে হামলার শিকার হয়েছেন সাবরেজিস্ট্রার ইউসুফ আলী। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ রাত আটটার দিকে বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সেখানে দলিল লেখক, নকলনবিশ ও জমিসংক্রান্ত কাজে আসা সাধারণ মানুষ ছিলেন। কে বা কারা তাঁর ওপর হঠাৎ উত্তেজিত হয়ে হামলা করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি।

অভিযোগ পেলে ঘটনাটি সম্পর্কে ধারণা পাবেন বলে জানান ওসি। সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।