দুটি ট্রলিতে করে শাল-গর্জন কাঠ নিয়ে যাচ্ছিল চোর চক্র

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে ২৪টি শাল, ১টি গর্জনগাছসহ ২টি ট্রলি জব্দ করেছে বন বিভাগ। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের সীমান্ত ব্রিজ নামের এলাকায় এসব জব্দ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের টৈটং বন বিট কর্মকর্তা মো. জমির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের কর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, টৈটংয়ের বটতলী জুমপাড়া থেকে গাছ চোর চক্র দুটি ট্রলিতে করে রাজাখালীর আরবশাহ বাজারে গাছগুলো নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে থানা-পুলিশের সহযোগিতায় বন বিভাগ অভিযান চালিয়ে ট্রলিসহ গাছগুলো জব্দ করেছে।

টৈটং বন বিট কর্মকর্তা জমির উদ্দিন বলেন, বন থেকে গাছ কেটে পাচারের সময় ২টি ট্রলিসহ ২৪টি শাল ও ১টি গর্জনগাছ জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।