পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে আরিফুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। এ সময় জসিম মোল্লাসহ আরও তিনজন আহত হন। পরে আহত ব্যক্তিদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জসিম মোল্লাকে মৃত ঘোষণা করে। অন্যরা চিকিৎসাধীন।

গাজীপুর মহানগর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।