চট্টগ্রাম দক্ষিণ বিএনপির নতুন কমিটি, নেই এস আলম–কাণ্ডে জড়িত ব্যক্তিরা

ইদ্রিস মিয়া ও হেলাল উদ্দিনছবি: সংগৃহীত

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও হেলাল উদ্দিনকে সদস্যসচিব করা হয়। আজ রোববার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্যসচিব ছিলেন। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক হিসেবে লিয়াকত আলী ও মিশকাতুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

গত বছরের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি ওয়্যারহাউস থেকে একে একে ১৪টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। আলোচিত-সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে দক্ষিণ জেলা বিএনপির তখনকার তিন নেতার বিরুদ্ধে। তাঁরা হলেন আগের কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়া। ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই তিন নেতাকে দল থেকে শোকজ করা হয়। পরে তাঁদের তিনজনের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়। একই সঙ্গে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযুক্ত ওই নেতাদের কাউকে পদে রাখা হয়নি।