ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শিল্পাঞ্চল সাভারে বহুদিন ধরেই গার্মেন্টস সেক্টরের অস্থিরতা নিয়ে আমাদের নানা ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়েছে। এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখানে শিল্প পুলিশ, থানা-পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কোনো ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, তবে জনসচেতনতা বাড়াতে হবে।’
ঢাকার সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর-মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠান শেষে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন জনসংখ্যার চেয়ে কৃষিজমির পরিমাণ বেশি ছিল। কিন্তু এখন কৃষিজমি কমেছে, জনসংখ্যা অনেক বেড়েছে। এরপরও কৃষকেরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদেরকে একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন। মিনি কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষকের ফসলের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হলো। ফসলের উৎপাদন বেশি হলে এবং মূল্য কমে গেলে কৃষক কোল্ড স্টোরেজে কিছুদিন সংরক্ষণ করতে পারবেন।’
কৃষিজমি ধ্বংস করে ইটভাটায় মাটি কেটে নেওয়া হচ্ছে, আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, ‘প্রতিনিয়ত কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে। ইটভাটায় কৃষিজমির মাটির উপরিভাগের অংশ কেটে নিয়ে কৃষিজমি ধ্বংস করা হচ্ছে। এ জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।’
ফসল উৎপাদন পরামর্শক হিসেবে ‘খামারি’ মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটি জিওস্পেশাল প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট কৃষি অ্যাপ, ফলে কৃষক নিজ জমিতে দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে সেই জমির জন্য উপযোগী ফসল, সার সুপারিশসহ অন্যান্য তথ্য জানতে পারবেন। খামারি অ্যাপটি বাংলায় প্রস্তুত করা হয়েছে। এটি ট্যাব ও মুঠোফোনে ব্যবহার করা যাবে এবং অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলবে। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং ম্যাক অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর প্রমুখ উপস্থিত ছিলেন।