স্বামীকে বাস থেকে ফেলে স্ত্রীকে ধর্ষণ: নারীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন
গাজীপুরের শ্রীপুরে তাকওয়া পরিবহনের মিনিবাস থেকে স্বামীকে ফেলে দিয়ে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা আজ রোববার সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা হয়।
ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন ফরেনসিক বিভাগের চিকিৎসক সানজিদা হক। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ছানোয়ার হোসেন বলেন, গতকাল শনিবার এ ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ পরিবহনশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁদের আজ গাজীপুরের আদালতে তোলা হবে।
গ্রেপ্তার পাঁচজন হলেন মো. রাকিব মোল্লা (২৩), সুমন খান (২০), মো. সজীব (২৩), মো. সুমন হাসান (২২) ও শাহিন মিয়া (১৯)। তাঁরা সবাই তাকওয়া পরিবহনের কর্মী।
পুলিশ কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, নওগাঁ থেকে আসা স্বামী-স্ত্রী গতকাল ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ভোগড়া বাইপাস থেকে তাকওয়া পরিবহনে শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ির দিকে রওনা হন। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়ালসড়ক পার হওয়ার পর স্বামীকে মারধর করে জোর করে বাস থেকে ফেলে দেওয়া হয়। এরপর ওই বাসের চালক, চালকের সহকারীসহ পাঁচজন ওই নারীকে ধর্ষণ করেন। তাঁদের সঙ্গে থাকা মুঠোফোন, ব্যাগ, ১০ হাজার টাকা ও গ্রাম থেকে নিয়ে আসা খাবারদাবার ছিনিয়ে নেন তাঁরা। পরে রাজেন্দ্রপুর চৌরাস্তায় ওই নারীকে নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে তাকওয়া পরিবহনের বাসটি জব্দ করে এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে।