মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের পটিয়া ও সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধ
মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার বিচার দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও পটিয়া এলাকার বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে চলা এই সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
সকাল ১০টা থেকে সীতাকুণ্ডের বগুলা বাজার, কদমরসুল, ভাটিয়ারী এলাকায় ‘সর্বস্তরের সুন্নি জনতা’ ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। সরেজমিন দেখা যায়, মহাসড়কের কদমরসুল এলাকায় সড়কের ওপর লোহার পাইপ এবং বসার টেবিল রেখে অবরোধ করা হয়েছে। সড়কে অবস্থান নিয়ে অবরোধকারী ব্যক্তিরা মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঘটনাস্থলে কথা হয় সীতাকুণ্ডের বাসিন্দা নুরুল কিবরিয়ার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, তিনি সীতাকুণ্ড পৌর সদর থেকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তাঁর গাড়িটি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকায় পৌঁছালে অবরোধের মধ্যে পড়েন। ১৫ মিনিট গাড়িতে বসে থাকার পর গন্তব্যের উদ্দেশে হেঁটে রওনা দেন তিনি। এরপর কদমরসুল এলাকায় পৌঁছে আবারও অবরোধ দেখতে পেয়েছেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোমিন প্রথম আলোকে বলেন, রয়েল সিমেন্ট গেট, বগুলা বাজার, কদমরসুল ও ভাটিয়ারী এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী ব্যক্তিরা। বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা প্রথম আলোকে বলেন, তিনি আন্দোলনকারী ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তবে আন্দোলনকারী ব্যক্তিরা মহাসড়ক ছাড়ছেন না। তাঁদের সঙ্গে আলাপ অব্যাহত রয়েছে।
এদিকে চট্টগ্রামের পটিয়ার কাগতি পাড়া ও শান্তির হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয় অবরোধ। দুপুর ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলে বলে জানিয়েছেন আন্দোলনকারী ব্যক্তিরা।
সরেজমিন বেলা ১১টার দিকে কাগতি পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের একাধিক দলও দেখা যায়।
জানা গেছে, গত ২৭ এপ্রিল সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু ধর্ষণের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জমা’আত। সর্বশেষ গত শনিবার নগরের লালদীঘি মাঠে প্রতিবাদ সমাবেশ করা হয়। গতকাল রোববার ছিল ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচি। এর আগেই আজকের কর্মসূচি হিসেবে তিন ঘণ্টা সড়ক অবরোধ করার কথা জানান নেতা-কর্মীরা।