নাটোরে শহীদ মিনারের পাশ থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নাটোরে শহীদ মিনারের পাশ থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সদর উপজেলার হয়বতপুর বাজারের শহীদ মিনারের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশের ধারণা, গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে গুলি করে হত্যা করেছে।

নিহত যুবকের নাম ফরহাদ খন্দকার (৩০)। তিনি একই এলাকার মসলেম উদ্দিনের ছেলে। ফরহাদ পেশায় কুলি। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির দুটি খোসা উদ্ধার করেছে।

নাটোর সদর থানার পুলিশ জানায়, আজ সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ জানতে পারে, হয়বতপুর বাজারের সামনের শহীদ মিনারে এক যুবকের লাশ পড়ে আছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর পুলিশ লাশটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির স্ত্রী লুৎফুন্নাহার বলেন, তাঁর স্বামী ফরহাদ গতকাল সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সারা দিন তিনি আর বাড়িতে ফেরেননি। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ ছিল। বিকেল পর্যন্ত অপেক্ষার পর তিনি বাড়ির আশপাশে তাঁর স্বামীকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে রাত অবধি খুঁজেও কোনো সন্ধান পাননি। দিবাগত রাত একটার কিছু পর তিনি জানতে পারেন, হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের শহীদ মিনারে একটি লাশ পড়ে আছে। পরে রাতেই তিনি সেখানে গিয়ে তাঁর স্বামীর গুলিবিদ্ধ লাশ দেখতে পান। খবর পেয়ে আজ সকালে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা গতকাল রাতের কোনো এক সময় যুবককে গুলি করে লাশ শহীদ মিনারের পাশে ফেলে রেখে গেছে। তবে কী কারণে কে বা কারা ওই যুবককে হত্যা করেছে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।