নারায়ণগঞ্জে নিহত শাওনের ময়নাতদন্ত সম্পন্ন, লাশের অপেক্ষায় স্বজনেরা
নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের লাশের ময়নাতদন্ত শেষ করেছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে ময়নাতদন্ত করা হয়।
এদিকে শাওন প্রধানের লাশের অপেক্ষায় মর্গের সামনে নিহতের বড় ভাই ফরহাদ প্রধানসহ স্বজনেরা ভিড় করেছেন। তাঁরা বলছেন, লাশ দাফনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কবর খনন করা হয়েছে। লাশ হস্তান্তর করা হলে নিয়ে দাফন করবেন।
সন্ধ্যা থেকে বিপুলসংখ্যক পুলিশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গের সামনে মোতায়েন আছে।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ প্রথম আলোকে বলেন, লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে। পুলিশের নির্দেশ পেলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এর বেশি তিনি বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তে শাওনের দেহে কোনো বুলেট পাওয়া যায়নি। তবে ক্ষত পাওয়া গেছে। সেটি বুলেটেরও হতে পারে, অন্য কিছুরও হতে পারে।
নিহত ব্যক্তির চাচা ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রথম আলোকে বলেন, লাশ নবীনগর গ্রামে দাফন করা হবে। সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ছেলের শোকে শাওনের মা পাগলপ্রায়। তিনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। মামলাসংক্রান্ত বিষয়টি নিহতে ব্যক্তির পরিবারসহ সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিহত ব্যক্তির বড় ভাই ফরহাদ বলেন, ‘ওর কপালে ছিল এইভাবে মৃত্যু হবে, হয়েছে। আমরা কাকে দোষ দেব? আমাদের কাছে শুধু লাশ বুঝিয়ে দেওয়া হলে নিয়ে দাফন করব।’
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন প্রধান। এ ঘটনায় পথচারীসহ গুলিবিদ্ধ হয়েছেন ২৬ জন। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক মানুষ।
এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু। তিনি প্রথম আলোকে বলেন, এখনো মামলা করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। লাশ কখন হস্তান্তর করা হবে জানতে চাইলে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।