জঙ্গি তৎপরতার কথা শুনলেই তাদের চিহ্নিত করে ধরা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমরা জঙ্গি তৎপরতার কথা যখনই শুনছি, তখনই তাদের চিহ্নিত করছি এবং তাদের আমরা ধরে ফেলছি। জঙ্গি যেই হোক, কী নাম ধরে তারা আসছে, সেটা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে না। আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে, তারা অস্ত্রধারী, তারা জঙ্গি।’

আজ রোববার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ৯৯তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, যারা ভুল পথে চলে গিয়েছে, (জঙ্গি) তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তবে সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে।

এর আগে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন সৈনিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিকের মূল পরিচিতি। আদেশ ও কর্তব্য পালনে তিনি কখনো পিছপা হন না, তিনিই প্রকৃত সৈনিক। সততা, বুদ্ধিমত্তা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, তেজ ও উদ্দীপনা একটি বাহিনীর শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার মাপকাঠি। নবীন সৈনিকেরা এসব গুণাবলির প্রতিফলন ঘটিয়ে বাহিনীর ঐতিহ্যকে সমুন্নত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান প্রমুখ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজে নবীন সৈনিকদের সালাম গ্রহণ করেন। ৯৯তম রিক্রুট ব্যাচে ৩৭ জন নারীসহ ৫৩৯ জন নবীন সৈনিক শপথ নেন।