চট্টগ্রামে এক দিনে ২২ জনের ডেঙ্গু শনাক্ত

ডেঙ্গু রোগের বাহক এডিস মশাছবি: রয়টার্স

চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় ২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সব শেষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক দিনে ২২ জনের ডেঙ্গু শনাক্তের ঘটনা চলতি মৌসুমে এটিই প্রথম।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ডেঙ্গু বাড়ছে। এখন লোকজনের সচেতন হতে হবে। সামনে ডেঙ্গু আরও বাড়ার শঙ্কা রয়েছে। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন নারী ও ৪টি শিশু। এ নিয়ে জুলাই মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হলো ৭২ জন। এ বছর মোট আক্রান্ত ৫২৮ জন। তার মধ্য দুজন মারা গেছেন।