এক বন্ধুর বিয়েতে এসে হাওরের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে এক বন্ধুর বিয়েতে এসে হাওরের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলার গুনধর উচ্চবিদ্যালয়ের দক্ষিণে বড় হাওরে পাঁচ বন্ধু মিলে গোসল করতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই বন্ধুর মধ্যে শরফুদ্দিন রাফু (২৪) রাজধানীর তেজগাঁও পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে এবং লিমন ইসলাম (২৩) একই এলাকার লাল মিয়ার ছেলে। তাঁদের মধ্যে শরফুদ্দিন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং লিমন মু‌ন্সিগঞ্জ প‌লি‌টে‌নি‌কের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, করিমগঞ্জ উপজেলার গুনধরবাজার এলাকার সায়েম উদ্দিনের ছেলে তৌকির হোসেনের বিয়ে ছিল গতকাল সোমবার। বিয়েতে যোগ দিতে আগের দিন পাঁচ বন্ধু শরফুদ্দিন রাফু, লিমন ইসলাম, মো. রাফিউল, জুনায়েদ আহমেদ ও মো. রকি ঢাকা থেকে তৌকিরের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

আজ ছিল তৌকিরের বৌভাত অনুষ্ঠান। সকালের নাশতা সেরে তৌকির ও তাঁর পাঁচ বন্ধু ফুটবল খেলেন। পরে বাড়ির পাশে গুনধর উচ্চবিদ্যালয়ের দক্ষিণের বড় হাওরে তাঁরা ফুটবল নিয়েই গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে শরফুদ্দিন, লিমন পানিতে তলিয়ে যান। তৌকির তাঁদের বাঁচাতে গিয়ে নিজেও পানিতে তলিয়ে যান। এ সময় অন্য তিন বন্ধু এবং এলাকাবাসী সাঁতরে পানিতে তলিয়ে যাওয়া তিনজনকে উদ্ধার করেন।

দ্রুত তাঁদের কিশোরগঞ্জ সদরে নিয়ে যাওয়া হয়। শরফুদ্দিনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা সুমন সেন বলেন, হাসপাতালে আনার পর শরফুদ্দিন ও লিমনকে মৃত পাওয়া গেছে।

অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় তৌকিরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বিয়েবাড়ির উৎসবমুখর পরিবেশে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন বেঁচে থাকা তিন বন্ধু ও স্বজনরা।