শ্রীপুরে দুই যুবক অপহৃত, একজনের মায়ের মৃত্যুর খবরে ছাড়া পেলেন তাঁরা

অপহরণপ্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই যুবককে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে একজনের মায়ের মৃত্যুর খবরে মুক্তিপণ না দিয়েই ছাড়া পান তাঁরা।

আজ শনিবার সকাল ১০টার দিকে ওই দুই যুবক মুক্তি পান। পরে তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে এসকেবি স্টিল মিলসের পাশের একটি স্থান থেকে তাঁদের তুলে নেওয়া হয়। এ ঘটনায় শনিবার বেলা দুইটায় শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই দুই তরুণের একজন রাজশাহী সদর উপজেলার রাজপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে মো. মাহিন (২৩) ও অপরজন একই গ্রামের নবী হোসেনের ছেলে মো. আহসান হাবীব (২৫)। তাঁরা দুজন এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেডের কর্মী। তাঁরা লোহাগাছ গ্রামের মোসা. মোমেনা বেগমের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামের মো. সালামতের ছেলে মো. কাদের মিয়া (২৭) এবং একই গ্রামের তাজ উদ্দিন মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (৩০)।

এ ঘটনায় এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো. আবদুল কাদের বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। তিনি এ ঘটনার বর্ণনায় বলেন, নিয়মিত ডিউটি শেষ করে ওই দুই তরুণ তাঁদের ভাড়া বাসায় ফেরেন। রাত সাড়ে নয়টার দিকে বাসা থেকে বাইরে বের হন তাঁরা। এ সময় সেখান থেকে তাঁদের চার থেকে পাঁচজনের একটি দল তুলে নেয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা স্মার্টফোন ও নগদ টাকা নিয়ে যান তাঁরা। একপর্যায়ে তাঁদের বেদম মারধর করা হয়। রাত দুইটার দিকে আহসান হাবীবকে মারধর করে তাঁর পরিবারের কাছে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ফোন পেয়ে অপহরণের শিকার আহসান হাবীবের মা বিমর্ষ হয়ে পড়েন। একপর্যায়ে রাত আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর শুনে অপহরণকারীরা শনিবার সকাল ১০টায় ওই দুই তরুণকে মুক্তিপণ না নিয়েই মুক্ত করে দেন।

আহসান হাবীবের বড় ভাই আল-আমিন প্রথম আলোকে বলেন, তিনি দূরে চাকরি করেন। সেখান থেকে মায়ের মৃত্যুর খবর পেয়েছেন। তাঁর ভাইকে অপহরণ করা হয়েছে শুনতে পেয়ে মা হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. সুরুজ্জামান শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে দেখা হবে।