ভাসানচরে দগ্ধ আরেক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫

লাশ
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে আশ্রয়ণ প্রকল্পের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম রুশমিদা (৩)। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে পাঁচজনের মৃত্যু হলো।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুশমিদার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। সে আশ্রয়ণ প্রকল্পের ৮১ নম্বর ক্লাস্টারের আবদুস শুক্কুরের মেয়ে।

পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাসের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন জোবায়দা (২২) ও আমেনা খাতুন (২৪)। এর মধ্যে আমেনা খাতুনের শরীরের ৮ শতাংশ ও জোবায়দার ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।  

গত শনিবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়। দগ্ধ সবাইকে প্রথমে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ শিশুর মৃত্যু হয়।