বিশ্বকাপ নিয়ে দুই কিশোরের ঝগড়া, একজনের বাবাকে বল্লমে খুঁচিয়ে হত্যা

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বিশ্বকাপ ফুটবল খেলার সমর্থন নি‌য়ে গতকাল শুক্রবার দিবাগত রা‌তে দুই কিশোরের মধ্যে ঝগড়া হয়। এর সূত্র ধ‌রে আজ শ‌নিবার সকা‌লে এক কিশোরের বাবাকে ধানখেতে বল্লম দি‌য়ে খুঁচি‌য়ে হত্যা ক‌রার অভিযোগ পাওয়া গেছে।

হবিগঞ্জের বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শহীদ মিয়া। তাঁর বাড়ি উপ‌জেলার আদিত্যপুর গ্রা‌মে।

পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, গতকাল রা‌তে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রো‌য়েশিয়ার কাছে ব্রা‌জিল হে‌রে যায়। ম্যাচ শেষে উপ‌জেলার আদিত্যপুর গ্রা‌মের শহীদ মিয়ার ছে‌লে আর্জে‌টিনার সমর্থক রোকন (১৩) বা‌ড়ির সাম‌নের উঠা‌নে উল্লাস ক‌রে। এ নি‌য়ে কথা–কাটাকা‌টি হয় প্রতি‌বেশী টেনু মিয়ার ছে‌লে ব্রা‌জিল সমর্থক মোবা‌চ্ছিরের (১৩) সঙ্গে। এ ঘটনার সূত্র ধ‌রে রা‌তে দুই প‌ক্ষের অভিভাবকেরা ঝগড়ায় জ‌ড়ি‌য়ে প‌ড়েন।

আজ সকাল ৯টার দি‌কে রোক‌নের বাবা শহীদ মিয়া গ্রামের মধ্যে নিজের কৃষিখেতে যান। এ সময় টেনু মিয়ার স্বজনেরা শহীদ মিয়ার ওপর হামলা ক‌রেন।

একপর্যায়ে শহীদ মিয়াকে বল্লম দি‌য়ে খুঁচি‌য়ে আহত ক‌রেন তাঁরা। উদ্ধার করে তাঁকে হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকেরা মৃত ঘোষণা ক‌রেন।

বাহুবল ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌কিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, খবর পে‌য়ে বাহুবল থানা–পু‌লিশ লাশটি উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য হ‌বিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ম‌র্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চলছে।