আওয়ামী লীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার যুবদল নেতা সাইদুল ইসলাম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আওয়ামী লীগের এক নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সাইদুল ইসলাম নামের ওই নেতাকে গ্রেপ্তার করে কচাকাটা থানার পুলিশ। সাইদুল কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার যুবদল নেতাকে আজ শুক্রবার দুপুরে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কচাকাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম তাঁর ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে প্রচারণা চালান। এ ঘটনায় কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমানে গতকাল বিকেলে কচাকাটা থানায় গিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর রাতেই সাইদুলকে গ্রেপ্তার করে কচাকাটা থানার পুলিশ।

মামলার বিষয়ে জানতে আতাউর রহমানের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন হলো শত্রুকে দমন করার আইন। আমরা শুরু থেকেই এই আইন বন্ধের জন্য বলে আসছি। কচাকাটা ইউনিয়ন যুবদলের ওই নেতা নিজে থেকে কোনো লেখা পোস্ট করেননি। তিনি শুধু অন্যের লেখা একটা শেয়ার দিয়েছেন। এতেই তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’