এই ঘটনার প্রতিবাদে আজ ক্লাস নেওয়া থেকে বিরত আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এর আগে গতকাল সোমবার রাতে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘রাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসী এবং পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদে এবং বিচারের দাবিতে আগামীকাল ক্লাস নেওয়া থেকে বিরত থাকব। আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাতে জোহা চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগ্নপদে দাঁড়িয়ে অবস্থান করব। শিক্ষার্থীদের ওপর এই পৈশাচিক হামলায় একজন অভিভাবক হিসেবে আমি শঙ্কিত, ক্ষুব্ধ এবং ব্যথিত। আমার ছাত্রের রক্তের দাগ এখনো মুছেনি, শরীরের ব্যথা এখনো কমেনি, মাথা–চোখ, শরীরের ব্যান্ডেজ এখনো খুলেনি, সেলাই এখনো কাটেনি, হাসপাতাল থেকে এখনো ছাড়েনি। এই অবস্থায় আমি ক্লাস নিতে পারি না।’
আজ জোহা চত্বরে কর্মসূচির শেষের দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফরিদ উদ্দিন। ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে তিনি বলেন, ‘আমরা দেখছি, সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু এর সুরাহা হচ্ছে না। অভিভাবকরা এখানে তাঁদের সন্তানদের লেখাপড়া করার জন্য পাঠান, তাঁরা এ বিষয়গুলোয় চরম উদ্বিগ্ন। আমি একজন শিক্ষক হিসেবে অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধও বটে।’
অনেক মহল এ বিষয়টাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ফরিদ উদ্দিন খান। গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে তিনি বলেন, ‘রাজশাহী সিটি মেয়র বলেছেন, যতক্ষণ ছাত্রলীগ নেতৃত্বে ছিল, ততক্ষণ কোনো দুর্ঘটনা ঘটেনি। ৯টার পরে যখন ছাত্রলীগ সরে যায়, তখন নাকি বিএনপি ও জামায়াত-শিবির নেতৃত্ব নিয়ে উসকানি দিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ ধরনের কথা বলে তিনি সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। এটা দুঃখজনক।’
ফরিদ উদ্দিন খান বলেন, ঘটনা ঘটেছে ছয়টার দিকে। ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে ৯টা কিংবা তারও পরে। এই যে দীর্ঘ সময় পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এখানে তাদের অসহযোগিতা ছিল। পরবর্তী সময়ে পুলিশই কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছুড়ে শিক্ষার্থীদের আহত করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক সময় পেয়েছে। তারা শিক্ষার্থীদের ফেরাতে পারেনি। উপাচার্য সেখানে গিয়ে রাত ১০টা নাগাদ ঘোষণা দিলেন ক্লাস-পরীক্ষা দুই দিন বন্ধ। উনি সেখান থেকে প্রশাসনিক সবাইকে নিয়ে চলে এলেন। সেই সময় বিনোদপুর গেটে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনেক শিক্ষার্থী ছিলেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের কোনো অভিভাবক ছিলেন না। তারপরই পুলিশ চড়াও হয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে, গুলি করেছে। এই রকম একটি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত হয়নি সেখানে শিক্ষার্থীদের রেখে চলে আসা। তাদের উচিত ছিল সবাইকে নিয়ে আসা।
অধ্যাপক ফরিদ উদ্দিন খানের সঙ্গে সংহতি জানিয়ে জোহা চত্বরে অবস্থান নেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিব রেজা। তিনি বলেন, ‘স্থানীয় লোকজন যে হামলা চালিয়েছে, সেটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। সেই সঙ্গে যেসব পুলিশ সদস্য কাঁদানের গ্যাসের শেল এবং রাবার বুলেট ছুড়েছে, তাদেরও তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।’
অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাসেল হোসেন বলেন, ‘আমরা ক্যাম্পাসে পড়াশোনা করতে এসেছি, মার খেতে আসিনি। বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে স্থানীয় লোকজনের কাছে মার খাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা আর হতে পারে না। এ ঘটনায় দোষীদের শাস্তি ও ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে হবে।’
ফরিদ উদ্দিন খান এর আগেও বিভিন্ন ইস্যুতে সরব থেকেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের দখলদারিত্ব, আসন-বাণিজ্য, শিক্ষার্থীদের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছেন। বিভিন্ন সময় মানববন্ধন, প্রতীকী অনশনেও বসেছেন তিনি। গত বছরের ২৬ জুন একই চত্বরে নির্যাতনের বিরুদ্ধে অনশন করেন তিনি। এরপর চলতি বছর ১৬ ফেব্রুয়ারি সারা দেশে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে জোহা চত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশন করেন।