দ্বিতীয়বারের মতো ইতালিতে যাচ্ছে সীতাকুণ্ডের কাঁচা আম

প্রতি কেজিতে সর্বোচ্চ ছয়টি হয়, এমন আম বাছাই করে বাগান থেকে ছেঁড়ার পর সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা সেগুলোর মান যাচাই করেছেন
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ডের কাঁচা আম দ্বিতীয়বারের মতো ইউরোপের দেশ ইতালিতে রপ্তানি করা হচ্ছে। আজ মঙ্গলবার রাতে আমের দ্বিতীয় চালানটি ইতালির উদ্দেশে পাঠানো হবে বলে জানিয়েছে রপ্তানিকারক প্রতিষ্ঠান আদাব ইন্টারন্যাশনাল। এর আগে ২০ মার্চ প্রথমবারের মতো সীতাকুণ্ডের কাঁচা আম ইউরোপের দুই দেশ ইতালি ও সুইডেনে রপ্তানি করা হয়।

রপ্তানির জন্য এবারও আম কেনা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ ইদিলপুরের তরুণ চাষি মাহমুদ হাসানের কাছ থেকে। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় নিজের বাগান থেকে আম সংগ্রহ করে ঢাকায় রপ্তানিকারক প্রতিষ্ঠানে পাঠিয়েছেন।

মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, এবার কিছুটা বড় আকারের আম পাঠাতে বলা হয়েছে। প্রতি কেজিতে সর্বোচ্চ ছয়টি হয়, এমন আম বাছাই করে বাগান থেকে ছেঁড়ার পর উপজেলা কৃষি কর্মকর্তা সেগুলোর মান যাচাই করেছেন। পরে মোড়কজাত করে ঢাকায় রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়।

আরও পড়ুন

আদাব ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, এবার ১৩০ কেজি আম পাঠানো হচ্ছে। প্রতি কেজি আম ১৫০ টাকা করে চাষি মাহমুদ হাসানের কাছ থেকে কেনা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ডের কাঁচা আম রপ্তানি হওয়ায় চাষিরা আম চাষে উৎসাহিত হবেন। আমের গুণগত মান ঠিক রাখার বিষয়ে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।

গত ২০ মার্চ আদাব ইন্টারন্যাশনাল ও বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল সীতাকুণ্ডের ৭৫ কেজি কাঁচা আম সুইডেন ও ইতালিতে রপ্তানি করে।