বাগমারায় এনসিপির কমিটি গঠনের দুই দিনের মধ্যে চারজনের পদত্যাগ
রাজশাহীর বাগমারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি গঠনের দুই দিনের মাথায় চার সদস্য পদত্যাগ করেছেন। ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করলেও প্রথম আলোকে তাঁরা বলেছেন, তাঁদের না জানিয়ে কমিটিতে নাম দেওয়া হয়েছিল।
গত মঙ্গলবার রাতে ২০ সদস্যের এ কমিটি অনুমোদন দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্যসচিব আখতার হোসেন। আলী মর্তুজাকে প্রধান সমন্বয়কারী এবং রফিকুল ইসলাম ও আলামিন রহমানকে যুগ্ম সমন্বয়কারী পদ দেওয়া হয়। সংগঠনের ফেসবুক পেজে কমিটি গঠনের বিষয়টি প্রকাশ করা হয়।
কমিটির তালিকা প্রকাশের পর কয়েকজন সদস্য পদপ্রাপ্তির বিষয়টি জানতে পারেন। পরে তাঁরা সংগঠনের পদ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী গতকাল বৃহস্পতিবার রাতে হাফিজুর রহমান ‘ব্যক্তিগত সমস্যা’দেখিয়ে পদত্যাগ করেন। সংগঠনের উপজেলা শাখার প্রধান সমন্বয়কের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগের দিন রাতে একই কারণ দেখিয়ে আরও তিন সদস্য পদত্যাগ করেন। তাঁরা হলেন হাদিউজ্জামান (রাফি), ফুয়াদ হাসান (গানিম) ও রাফিউল ইসলাম। এর আগে তাঁরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের বিষয়টি জানান।
পদত্যাগ করা সদস্য হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাকে না জানিয়ে কমিটিতে নাম দেওয়া হয়েছে। আমি কমিটিতে নাম দেখে বিস্মিত হয়েছি।’ সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে তিনি পদত্যাগ করেছেন বলে জানান।
আরেক নেতা ফুয়াদ হাসান বলেন, তিনি বিএনপি পরিবারের সদস্য। এনসিপির কমিটিতে থাকার বিষয়ে আপত্তি জানালেও তাঁকে সদস্য করা হয়েছে। এ জন্য পদত্যাগ করেছেন।
চারজনের পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করে সংগঠনের উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী মুর্তজা প্রথম আলোকে বলেন, কমিটির সদস্যরা ছাত্র মানুষ। তাঁরা মানসিক, পারিবারিক ও রাজনৈতিক চাপে থাকার কারণে পদত্যাগ করেছেন। তবে তাঁদের মৌন সমর্থন আছে সংগঠনের প্রতি। অচিরেই পদগুলো পূরণসহ পৌরসভার ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে।