ঠাকুরগাঁওয়ে নিখোঁজের দুই দিন পর বাড়ির পেছনে পাওয়া গেল শিশুর লাশ
ঠাকুরগাঁও পৌর শহরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পেছনে পাওয়া গেছে এক শিশুর লাশ। আজ শনিবার সকালে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের সালন্দর মাদ্রাসাপাড়া থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
শিশুটির নাম মোহাম্মদ নিবিড় (১২)। সে মাদ্রাসাপাড়ার বাসিন্দা ওমানপ্রবাসী আবদুল সালামের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে নিখোঁজ হয় শিশু মোহাম্মদ নিবিড়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শিশুটির সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। পরে নিবিড়ের মা শিল্পী খাতুন ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে শিল্পী খাতুন ঘর থেকে দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তিনি বাড়ির পেছনে নিবিড়ের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
শিল্পী খাতুন বলেন, ‘দুই দিন ধরে কত জায়গায় খোঁজাখুঁজি করলাম। কিন্তু নিবিড়কে খুঁজে পাইলাম না। অথচ আজ ছেলেটার লাশ বাড়ির পেছনে পাওয়া গেল। ছেলেকে নিয়ে কত আশা ছিল। ওকে কে মারল?’ বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জমিরুল ইসলাম বলেন, বিষয়টি রহস্যজনক। শিশুটিকে হত্যা করে কেউ বাড়ির পেছনের ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, শিশুটির লাশ ফুলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।