‘তাণ্ডব’ চলাকালে কারিগরি ত্রুটি, সিনেমা হলে ভাঙচুর
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সিনেমা চলার সময় কারিগরি ত্রুটি দেখা দিলে ক্ষুব্ধ দর্শকেরা হলে ভাঙচুর করেছেন। গতকাল শনিবার রাতে উপজেলার বৈশাখী সিনেমা হলে ‘তাণ্ডব’ ছায়াছবি চলার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে সিনেমা হলটিতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ ছবি দেখতে দর্শকদের ভিড় জমে। রাত ১০টার একটি প্রদর্শনী শুরুর কিছুক্ষণ পরই কারিগরি ত্রুটি দেখা যায়। একপর্যায়ে সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যায়। এতে দর্শকেরা উত্তেজিত হয়ে কয়েকটি চেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভাঙচুর করেন।
বৈশাখী সিনেমা হলের ব্যবস্থাপক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, হলটিতে মোট ২৫০ জন দর্শকের ধারণ ক্ষমতা আছে। রাতের শো চলাকালে সাড়ে ১০টার দিকে কারিগরি জটিলতা দেখা দেয়। এতে প্রায় ৩০ মিনিট সিনেমাটির প্রদর্শনী বন্ধ ছিল। তখন কিছু দর্শক উত্তেজিত হয়ে হল ভাঙচুর শুরু করেন। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় আজ রোববার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।