রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল মঙ্গলবার পদ্মা নদীতে সাড়ে ১৪ কেজি ওজনের একটি পাঙাশ ধরা পড়ে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহিরচর দৌলতদিয়ায় জেলেদের জালে বড় আকারের একটি পাঙাশ ধরা পড়েছে। দৌলতদিয়া ফকিরপাড়ার নিমাই ফকিরের জালে সাড়ে ১৪ কেজি ওজনের পাঙাশটি ধরা পড়ে। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহাজাহান শেখ ১৮ হাজার টাকায় কিনে ২০ হাজার টাকায় বিক্রি করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি মাছটি কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এর আগে গতকাল সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে ঢোলসুরি কলাবাগান এলাকায় প্রায় ২২ কেজি ওজনের একটি বড় পাঙাশ ধরা পড়ে। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ৩২ হাজার টাকায় কিনে প্রায় ৩৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এই মৌসুমে এই প্রথম এক দিনে দুটি বড় পাঙাশ জেলেদের জালে ধরা পড়ে।

মৎস্য ব্যবসায়ী শাহাজাহান শেখ বলেন, সাড়ে ১৪ কেজি ওজনের মাছটি কেনার পর ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের পরিচিতজনদের সঙ্গে তিনি মুঠোফোনে যোগাযোগ করেন। পরে কুষ্টিয়ার কুমারখালী অঞ্চলের পরিচিত এক ব্যবসায়ীর কাছে তিনি কেজিপ্রতি ১২০ টাকা করে লাভ রেখে ১৯ হাজার ৮৬৫ টাকায় বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান বলেন, মাঝেমধ্যে এখন বড় মাছ ধরা পড়বে। তবে এক দিনে দুটি বড় পাঙাশ মাছ পাওয়ার ঘটনা এ অঞ্চলের জেলেদের জন্য সুখবর।