খুলনার শিববাড়ী মোড় যেন আরেক সমাবেশস্থল

শনিবার সকাল থেকে খুলনা নগরের শিববাড়ী মোড়েই জড়ো হতে দেখা যায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতা–কর্মীদের
ছবি: প্রথম আলো

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশের স্থান ডাকবাংলা মোড়ের সোনালী ব্যাংক চত্বরে। নগরের শিববাড়ী মোড় এলাকা থেকে ওই স্থানের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। কিন্তু সকাল থেকে শিববাড়ী মোড়েই জড়ো হতে দেখা যায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতা–কর্মীদের।

প্রখর রোদের মধ্যেও ওই মোড়েই অবস্থান নিয়ে তাঁরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জড়ো করছেন অন্য নেতা–কর্মীদেরও। মোড়টি ডাকবাংলা এলাকায় যাওয়া তিনটি এলাকার প্রবেশপথ।

সকাল ১০টার দিকে ওই মোড়ে গিয়ে দেখা যায়, পুরো এলাকাটি মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে। যশোর, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থেকে মিছিল দিচ্ছেন। কোনো দল আবার মিছিল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছবি ও সেলফি তোলায় ব্যস্ত দেখা গেছে অনেককে। কারও হাতে ব্যানার, কারও হাতে ফেস্টুন। এসব ব্যানার ও ফেস্টুনে সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাদের নাম ও ছবি ব্যবহার রয়েছে।

মাগুরা থেকে আসা সিরাজুল ইসলাম বলেন, খণ্ড খণ্ডভাবে খুলনায় এসেছেন নেতা–কর্মীরা। সকালে নাশতা খেয়ে সবাই শিববাড়ী মোড়ে জড়ো হচ্ছেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাবেন।

মিছিল নিয়ে খুলনা নগরের শিববাড়ী মোড়ে আসতে থাকেন নেতা–কর্মীরা
ছবি: প্রথম আলো

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির ব্যানারের সামনে থাকা আক্তার হোসেন বলেন, ‘অনেক দিন পর সবাই একসঙ্গে হয়ে স্লোগান দিচ্ছি, ছবি তুলছি-ভালো লাগছে। রোদে কষ্ট হলেও সেটি খুব বেশি গায়ে লাগছে না।’

সাতক্ষীরা থেকে আসা মিজানুর রহমান বলেন, ‘খুব কষ্টে ট্রলারে করে খুলনায় এসেছি। দলীয় নেতারা সব শিববাড়ী মোড়ে জড়ো হয়েছেন শুনে সেখানে এসেছি। সকালে দলীয় নেতারা নাশতা খাওয়ার ব্যবস্থা করেছেন।’