১০ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

খুন ও ডাকাতির মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জাকির হোসেনকে (৫৫) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছিলেন কুমিল্লার একটি আদালত। এরপর সাজা ও জরিমানা এড়াতে ১০ বছর আত্মগোপনে ছিলেন তিনি।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে সদর দক্ষিণ মডেল থানা–পুলিশ। তাঁর বাড়ি জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়া গ্রামে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, জাকির দুর্ধর্ষ ডাকাত ছিলেন। তিনি সাজা হবে জেনে ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। আজ শুক্রবার দুপুরে তাঁকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।