স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুর উপজেলায় স্বামীর মোটরসাইকেলের পেছন থেকে সড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। তাঁর নাম শিরিনা আক্তার (২৪)।

আজ শুক্রবার সকালে উপজেলার ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই নারীর স্বামীও আহত হন। শিরিনা আক্তার মনিরামপুর উপজেলার তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে স্ত্রী শিরিনা আক্তারকে নিয়ে উপজেলার তাজপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে যশোরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন রুহুল কুদ্দুস। সকাল সোয়া ১০টার দিকে তাঁরা ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কের উপজেলার মুড়াগাছা বাজারে পৌঁছান। এ সময় ঝিকরগাছার দিক থেকে একটি ট্রাক রাজগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটিকে দ্রুত গতিতে আসতে দেখে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কুদ্দুস।

এতে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে সড়কের ওপর পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন শিরিনা আক্তার। এ ঘটনায় আহত হন রুহুল কুদ্দুস। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে শিরিনা আক্তার মারা যান।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, শিরিনা আক্তারকে মুমূর্ষু অবস্থায় হাসাপাতালে আনা হয়। সেখান থেকে তাঁকে দ্রুত মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তিনি মারা যান।

মনিরামপুর উপজেলার খেদাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সমেন বিশ্বাস প্রথম আলোকে বলেন, এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিরিনা আক্তারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।