শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর প্রতিষ্ঠানে গুলির ঘটনায় মামলা

গুলিতে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান। গাজীপুরের শ্রীপুরের সলিং মোড় এলাকায়। সোমবার রাতে
ছবি: সংগৃহীত

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের আংশিক) নির্বাচনী আসনের শ্রীপুরের সলিং মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেনের (সবুজ) এক কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে গুলির ঘটনায় থানায় মামলা হয়েছে। শ্রীপুর থানা–পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিদের।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ছানোয়ার হোসেন মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন ধারায় মামলা হয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামানকে একাধিকবার কল করা হলেও ধরেননি।

আরও পড়ুন

এর আগে এ ঘটনায় ইকবাল হোসেনের কর্মী মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের শফিকুল ইসলাম ওরফে দুলো বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছিলেন।

প্রসঙ্গত, সলিং মোড় এলাকায় সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেনের নির্বাচনী কার্যালয়ের পাশে তাঁর সমর্থক শফিকুল ইসলামের ইলেকট্রনিক পণ্যের একটি শোরুমে গুলির ঘটনা ঘটে। গুলিতে শোরুমের কাচ ছিদ্র হয়ে যায়। কাচের টুকরার আঘাতে ভেতরে থাকা দুজন আহত হয়েছেন। আহত দুজন হলেন মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাজেদুল ইসলাম ওরফে সুরুজ (৪৫) ও নুরুল ইসলাম (৪০)। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুজনই স্বতন্ত্র প্রার্থীর কর্মী।