বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে: এমরান সালেহ

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ে বক্তব্য দেন এমরান সালেহ। আজ মঙ্গলবারছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের সংখ্যা স্বচ্ছভাবে উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে বিএনপির কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ বলেন, স্কুলে পড়ার সময় কোমলমতি শিক্ষার্থীদের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো জাতি শোকাহত। এ দুর্ঘটনা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। সম্ভাবনাময় সন্তানদের হারিয়ে জাতি গভীর শূন্যতায় পড়েছে। নিহত ও আহত ব্যক্তিদের সঠিক সংখ্যা সব সময় জাতির সামনে স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, ঘটনার পরপরই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন, রক্ত দেন এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক এসব কার্যক্রম মনিটর করেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত। আলোচনা শেষে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।