নৌকায় ভেসে আসা মিয়ানমারের বিজিপির ২ সদস্যসহ ৩৩ জন স্বদেশে ফিরেছেন

ট্রলারে করে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সদস্যসহ ৩৩জন মিয়ানমারের নাগরিক সেন্ট মার্টিন দ্বীপে ভেসে এসেছিলেন। পরে তারা একই ট্রলারে করে আজ বিকেলে স্বদেশে ফিরে যানছবি: প্রথম আলো।

নৌযানের ইঞ্জিন বিকল হয়ে সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২ সদস্যসহ মিয়ানমারের ৩৩ জন নাগরিক স্বদেশে ফিরে গেছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় ইঞ্জিন সচল হওয়ার পর সেটি মিয়ানমারের পথে রওনা দেয় বলে নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন দ্বীপে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুবেদার সানোয়ার হোসেন।

সানোয়ার হোসেন জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইঞ্জিন বিকল হওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার রাতে সেন্ট মার্টিনে এসে ভেড়ে ট্রলারটি। পরে আজ বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের ট্রলারটিতে ওঠানো হয়। জোয়ার আসার সঙ্গে সঙ্গে ট্রলারটি ভেসে উঠলে মিয়ানমারের গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্ট মার্টিনে ভেসে আসা ট্রলারটিতে ৩১ যাত্রীর সবাই রোহিঙ্গার। তাঁদের মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী ও ১১টি শিশু রয়েছে। মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন ও অন্য জন সার্জেন্ট।

রোহিঙ্গারা জানান, গতকাল সন্ধ্যার দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ থেকে দেশটির ২ বিজিপি সদস্যসহ ৩৩ জন সাগরে অপেক্ষমাণ জাহাজের দিকে যাচ্ছিলেন। তাঁরা সিওটুয়ে শহরে যাওয়ার চেষ্টার করছিলেন। যাওয়ার পথে ট্রলারটির পাখা জালের সঙ্গে জড়িয়ে যায়। এতে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় ভারী বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ভাসতে ভাসতে সেন্ট মার্টিনের উত্তর সৈকতে চলে আসে। পরে তাদের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতের ডিমাস প্যারাডাইস নামের একটি হোটেলে এনে রাখে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। পরে আজ বিকেলে ট্রলারটি ফিরে যায়।

নৌকায় ভেসে আসা মিয়ানমারের বিজিপির ২ সদস্যসহ ৩৩ জন স্বদেশে ফিরেছেন
ছবি: প্রথম আলো।

হোটেল ডিমাস প্যারাডাইসের ম্যানেজার রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি ট্রলারে ৩১ জন রোহিঙ্গা ও মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুজন সদস্যসহ ৩৩ জনকে বিজিবি ও কোস্টগার্ডের হেফাজতে নিয়ে হোটেলে রাখা হয়। পরে বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের ওই ট্রলারের তোলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী প্রথম আলোকে বলেন, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সেন্ট মার্টিনে ভেসে আসা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ২ সদস্যসহ ৩৩ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে স্বদেশে (মিয়ানমার) ফেরত পাঠানো হয়েছে।