কমিটি ঘোষণার আগে জয়পুরহাট সরকারি কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের জয়পুরহাট জেলা শাখার সদস্যরা
ছবি: প্রথম আলো

বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় দেখা গেছে, বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের জয়পুরহাট জেলা শাখার কমিটিতে সভাপতি হিসেবে হামিম মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে রনি হাসানের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির উপদেষ্টা পদে চারজনের নাম আছে। তাঁরা হলেন সাব্বির হোসেন, আরিফুল ইসলাম, রানা খাইরুল ও হামিদুর রহমান। এর মধ্যে হামিদুর রহমান এই সংঘের সাবেক সভাপতি।

জানতে চাইলে হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুই বছর আগে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আমরা প্রেমবঞ্চিত তরুণেরা মিলে জয়পুরহাটে বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘের কমিটি করেছিলাম। কমিটির মেয়াদ এক বছর। প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নতুন কমিটি গঠন করা হয়। সে অনুযায়ী, ২০২৩-২৪ বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।’

কেউ প্রেমে পড়েননি অথবা প্রেম করেন না, তাঁরাই এই সংঘের সদস্য হতে পারবেন। শতভাগ প্রেমবঞ্চিতদের নিয়ে কমিটি করা হয়েছে বলে দাবি করেন হামিদুর। তিনি বলেন, এই কমিটির বর্তমান সদস্যরা সবাই বয়সে তরুণ। আজ মঙ্গলবার কমিটি ঘোষণার আগে জয়পুরহাট সরকারি কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় তাঁরা স্লোগান দেন—‘প্রেমের নামে অশ্লীলতা চলবে না’, ‘একের অধিক প্রেম মানি না, মানব না’। এরপর সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।