ঢাকা থেকে বগুড়ায় আনার পথে চার চিত্রা হরিণের মৃত্যু

বগুড়া জেলার ম্যাপ

জাতীয় চিড়িয়াখানা থেকে বগুড়ায় টিএমএসএসের সহযোগী প্রতিষ্ঠান মম ইন ইকোপার্কে নেওয়ার পথে চারটি চিত্রা হরিণের মৃত্যু হয়েছে। রোববার জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ পাঁচটি চিত্রা হরিণ টিএমএস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। অচেতন করে নিয়ে আসার পথে চারটি মারা যায়। অন্যটিও অসুস্থ হয়ে পড়েছে।

টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম বলেন, মম ইন ইকোপার্ক–সংলগ্ন অভয়ারণ্য কেন্দ্রের জন্য তিন লাখ টাকায় ছয়টি চিত্রা হরিণ কেনা হয় জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছ থেকে। প্রথম দফায় ২৮ মে চিড়িয়াখানা কর্তৃপক্ষ টিএমএসএসের কাছে হস্তান্তরের সময় দুটি এবং অচেতন করার সময় আরও একটি চিত্রা হরিণের মৃত্যু হয়। রোববার নতুন করে আরও চারটি চিত্রা হরিণ টিএমএসএস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অচেতন করে ঢাকা থেকে বগুড়ায় পরিবহনের সময় চারটি চিত্রা হরিণের মৃত্যু হয়।