রংপুরে নিয়োগে অনিয়মের অভিযোগে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা
নিয়োগে অনিয়মের অভিযোগে রংপুরের সমাজকল্যাণ বিদ্যাবিথী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নাহিদ ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
যোগ্যতা না থাকার পরও অধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগে মঙ্গলবার রংপুরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় উল্লেখ করা হয়, নাহিদ ইয়াসমিন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকার সময় শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও অধ্যক্ষ পদে আবেদন করেন। এরপর সাজানো একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এর মধ্য দিয়ে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার বিষয়ে কথা বলতে অধ্যক্ষ নাহিদ ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। দুদক কর্মকর্তা হোসাইন শরীফ প্রথম আলোকে বলেন, নাহিদ ইয়াসিন নীতিমালা অমান্য করে অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকের বরাবর মামলার আবেদন করা হয়। মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, নাহিদ ইয়াসমিন ১৯৭৭ সালে রাজশাহী বোর্ডের অধীনে মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় বিভাগে, ১৯৭৯ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় তৃতীয় বিভাগে, ১৯৮২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস বিভাগে স্নাতক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে এবং ১৯৮৩ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯৫ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা–সংক্রান্ত নীতিমালা অনুযায়ী তিনি অধ্যক্ষ পদে আবেদনের জন্য উপযুক্ত নন।