সন্তানদের পায়ের তালু খুন্তি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে

ঢাকা জেলার মানচিত্র

ঢাকার সাভার উপজেলায় লোহার গরম খুন্তি দিয়ে নিজের দুই সন্তানের পা ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিশুদের মা। অভিযুক্ত মো. নুর আলম (৩২) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব মাতাপুর গ্রামের বাসিন্দা। তাঁর দুই সন্তানের বয়স ৯ ও ৫ বছর।

ভুক্তভোগী শিশুদের মা জয়মেনা বেগম বলেন, স্বামী নুর আলম ও দুই সন্তানকে নিয়ে সাভারের আড়াপাড়ার বিনোদবাদাই এলাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন তিনি। নুর আলম মাদকাসক্ত হওয়ায় বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে তাঁকে মারধর করেন। ২৮ জুলাই ভোরে তাঁকে মারধর করে নীলফামারীতে জয়মেনার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। তবে সন্তানদের নিজের কাছে আটকে রাখেন। গতকাল বুধবার জয়মেনা জানতে পারেন, বাসার বাইরে খেলতে যাওয়ায় মঙ্গলবার তাঁদের মেয়ের ডান পায়ের তালু এবং ছেলের বাঁ পায়ের তালুতে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে ঝলসে দেন নুর আলম। এরপর বিকেলে তিনি সাভারের বাসায় পৌঁছে দুই সন্তানকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাতে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

জয়মেনার চাচি ফরিদা বেগম প্রথম আলোকে বলেন, ‘নুর আলম প্রায়ই জয়মেনাকে মারধর করত। মঙ্গলবার দুইটা বাচ্চার পায়ে ছ্যাঁকা দিয়ে পালিয়ে গেছে সে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নুর আলমের বিরুদ্ধে দুই শিশুসন্তানের পায়ের তালু গরম খুন্তি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় শিশুদের মা লিখিত অভিযোগ করেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে।