মানিকগঞ্জ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম, প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন পৌরসভার সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার দুপুরে জেলা শহরে পৌর ভবনের সামনেছবি: প্রথম আলো

মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার এবং পৌরসভার সাবেক সচিব আবদুল আজিজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন পৌর পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা।

পুলিশ, পৌর পরিষদ এবং ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত পৌরসভার সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ (৭০) ডায়াবেটিস রোগে আক্রান্ত। তাই তিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বাইরে হাঁটতে বের হন। গতকাল রোববার সকালেও প্রাতর্ভ্রমণে বের হন। এ জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় পেছন থেকে একটি মোটরসাইকেলে ধাক্কা লেগে পড়ে যান। এ সময় তিনি প্রতিবাদ করলে মোটরসাইকেল আরোহী পার্থ রায় ওরফে প্রিতম (২৫) উত্তেজিত হয়ে ওঠেন। তাঁর বাড়ি গঙ্গাধরপট্টি এলাকায়। একপর্যায়ে তিনি তাঁকে কিল-ঘুষি মারেন এবং লাঠি দিয়ে বেদম পেটান। এতে ওই মুক্তিযোদ্ধা মাটিতে লুটিয়ে পড়লে পার্থ মোটরসাইকেল নিয়ে চলে যান।

পরে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হামলায় তাঁর বাঁ চোখে মারাত্মক আঘাত পাওয়ায় তাঁকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। এ ঘটনায় গতকাল বিকেলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজের শ্যালক আমিনুল ইসলাম বাদী হয়ে পার্থকে আসামি করে একটি মামলা করেন।

এ ঘটনার প্রতিবাদে এবং আসামিকে গ্রেপ্তারের দাবিতে আজ বেলা একটার দিকে জেলা শহরে পৌর ভবনের সামনে মানববন্ধন আয়োজন করেন পৌর পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, কর নির্ধারক কর্মকর্তা আলী আকবর এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আওলাদ হোসেন।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধার ওপর বর্বরোচিত হামলায় মামলা হলেও আসামিকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁরা দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।