হাঁস-মুরগির খোপ থেকে ১১ ফুট লম্বা অজগর উদ্ধার

বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের মোংলা উপজেলায় একটি বাড়ির হাঁস-মুরগির খোপ থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামের আকবর হাওলাদারের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ১১ ফুট। ওজন প্রায় ৯ কেজি। লোকালয় থেকে উদ্ধারের পর অজগরটিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বরইতলা টহল ফাঁড়ির সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

খাবারের সন্ধানে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি সুন্দরবন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা করছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মোক্তাদির প্রথম আলোকে বলেন, আজ ভোররাতে অজগরটি ওই বাড়ির হাঁস-মুরগির খোপে ঢুকে পড়ে। এ সময় অজগরটি একটি হাঁস ও একটি মুরগি খেয়ে ফেলে। হাঁস-মুরগির অস্বাভাবিক ডাক শুনে ওই বাড়ির লোকজন খোপের মুখ খুলে একটি বড় অজগর দেখতে পান।

পরে ওই বাড়ির লোকজন বন বিভাগকে খবর দিয়ে স্থানীয় ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) ও সিপিজি (কমিউনিটি পেট্রালিং গ্রুপ) সদস্যদের নিয়ে অজগর সাপটি উদ্ধার করে সুন্দরবনে গহিনে অবমুক্ত করে।