সিলেটে আওয়ামী লীগপন্থী শ্রমিকনেতার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় শ্রমিক দল নেতা বহিষ্কার

আলী আকবরছবি: সংগৃহীত

সিলেটে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পেয়েছিলেন আওয়ামী লীগপন্থী শ্রমিকনেতা হিসেবে পরিচিত জাকারিয়া আহমদ। তাঁর জামিনে মুক্তি পাওয়ার পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় সিলেট জেলা শ্রমিক দল সংগঠনের যুগ্ম আহ্বায়ক আলী আকবরকে (রাজন) অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে।

আলী আকবরের বহিষ্কারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট জেলা শ্রমিক দলের সদস্যসচিব নুরুল ইসলাম। তিনি জানান, তাঁর স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশপত্রে আলী আকবরকে বহিষ্কার করা হয়। তাঁকে বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, তবে তাঁর জবাব সন্তোষজনক হয়নি।

বহিষ্কারাদেশপত্রে উল্লেখ করা হয়েছে, শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় জেলা ও মহানগর বিএনপির নেতাদের সুপারিশক্রমে আলী আকবরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় আকবরকে অনির্দিষ্টকালের জন্য জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার নিজ বাসা থেকে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে তাঁকে আদালতে তোলা হয়। এ সময় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালত জামিন মঞ্জুর করার পর সিলেট জেলা শ্রমিক দল নেতা আলী আকবর আদালত প্রাঙ্গণে জাকারিয়ার পক্ষে বক্তব্য দেন। এ সময় তিনি গণমাধ্যমেও জাকারিয়ার পক্ষে বক্তব্য দেন। এতে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।

আরও পড়ুন

জাকারিয়া আহমদের জামিন পাওয়ার পর আলী আকবরের সঙ্গে প্রথম আলোর কথা হয়। এ সময় তিনি বলেছিলেন, ‘জাকারিয়া একজন শ্রমিকনেতা। শ্রমিকনেতার পক্ষে শ্রমিকেরা অবস্থান নিয়েছেন। তিনি কোন রাজনীতির সঙ্গে জড়িত, সেটা এখানে বিবেচনায় আনা হয়নি। তিনি (জাকারিয়া) একজন শ্রমিকবান্ধব ব্যক্তি, তাই তাঁর পক্ষে অবস্থান নিয়েছি। এটাকে রাজনৈতিকভাবে বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই।’
এদিকে জাকারিয়াকে গ্রেপ্তারের পর মহানগরের কোতোয়ালি থানা-পুলিশ জানায়, গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও নাশকতার অভিযোগে জাকারিয়ার বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। জাকারিয়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক। তিনি সিলেট জেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

তবে জাকারিয়ার জামিন পাওয়ার পর স্থানীয় বিএনপি বিষয়টিকে ‘গভীর উদ্বেগের’ বলে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। জাকারিয়াকে ‘ডেভিল’ হিসেবে আখ্যা দিয়ে ১২ ঘণ্টার মধ্যে একই দিনে ৫টি মামলায় তাঁর জামিনের বিষয়টিতে ‘বিচারিক স্বচ্ছতা ও প্রশাসনিক নিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন উঠেছে বলে দলটি জানিয়েছে।

বিএনপির বিবৃতিতে সই দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।