রাবির বাংলা বিভাগের অধ্যাপক সুজিত কুমার মারা গেছেন

সরকার সুজিত কুমার
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার (৬৫) মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে কক্সবাজারে মারা যান তিনি। গতকাল সোমবার বিকেলে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়ানোর সময় অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল বলেন, সুজিত কুমার পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তিনি স্ট্রোক করেন। আজ দুপুরে তাঁর লাশ রাজশাহীতে এসেছে।

অধ্যাপক সরকার সুজিত কুমার ১৯৫৭ সালে নাটোরের সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ১৯৯৪ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি রাবির বাংলা বিভাগের সাবেক সভাপতি ও রাজশাহীর মুক্তিযুদ্ধ পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এ ছাড়া সুজিত সরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর কমিটির সভাপতি।

অধ্যাপক সুজিত সরকার ১৯৭১ সালের সাহিত্য ও মুক্তিযুদ্ধের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন। এর মধ্যে ‘নাটোর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস’ অন্যতম। এ ছাড়া তাঁর প্রকাশিত গ্রন্থ ‘কবিতা কেন কবিতা’ (১৯৯৬), ‘সাহিত্যের ধর্ম চরিত্র ভাষা’ (২০০৯), ‘আধুনিক বাংলা উপন্যাসের ভাষা সমীক্ষা: মানিক বন্দ্যোপাধ্যায় ও সৈয়দ ওয়ালীউল্লাহ্’ (২০০৯), সাহিত্য ভাবনা (২০১২), মুক্তিযুদ্ধের সাহিত্য (২০১৭), যুদ্ধদিনের কথা (২০২১) রয়েছে।

অধ্যাপক সরকার সুজিত কুমারের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীর সিটি করপোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।