খাগড়াছড়িতে ভালোবাসায় সিক্ত সাফজয়ী তিন নারী ফুটবলার

খাগড়াছড়ির গর্ব সাফজয়ী তিন নারী ফুটবলার ও তাঁদের সহকারী কোচকে সুসজ্জিত পিকআপে নিয়ে শোভাযাত্রা করে পুরো শহর প্রদক্ষিণ করা হয়। আজ সকালে
ছবি: প্রথম আলো

খাগড়াছড়ি শহর থেকে আড়াই কিলোমিটার দূরে ঠাকুরছড়া উচ্চবিদ্যালয়ের মাঠ। খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের পাশেই এ বিদ্যালয়। আজ শুক্রবার সকাল থেকে সড়কের দুই পাশে জড়ো হয়েছিল শত শত মানুষ। তাদের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, সাফজয়ী নারী ফুটবলারদের ছবি ও ফুলের মালা। এ সড়ক দিয়েই রাঙামাটি থেকে খাগড়াছড়িতে আসেন খাগড়াছড়ির সাফজয়ী তিন নারী ফুটবলার আনাই মগিনি, আনুচিং মগিনি, মনিকা চাকমা ও তাঁদের সহকারী কোচ তৃষ্ণা চাকমা।

খাগড়াছড়ির সাফজয়ী তিন নারী ফুটবলার ও তাঁদের সহকারী কোচকে সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। আজ সকালে
ছবি: প্রথম আলো

সকাল সাড়ে নয়টায় তাঁরা ঠাকুরছড়া বিদ্যালয়ে পৌঁছালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ব্যান্ড পার্টি বাজিয়ে উচ্ছ্বাস করতে থাকে লোকজন। এরপর তাঁদের সুসজ্জিত একটি পিকআপে নিয়ে শোভাযাত্রা করে পুরো শহর প্রদক্ষিণ করা হয়। এ সময় সড়কের দুই পাশে শত শত লোকজন তাঁদের অভ্যর্থনা জানায়।

শত শত লোকজন খাগড়াছড়ির গর্ব সাফজয়ী তিন নারী ফুটবলার ও তাঁদের সহকারী কোচকে অভ্যর্থনা জানায়
ছবি: প্রথম আলো

পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন নারী ফুটবলার ও তাঁদের সহকারী কোচকে এক লাখ টাকা করে উপহার দেওয়া হয়। তাঁদের হাতে চেক তুলে দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা। অনুষ্ঠানে খাগড়াছড়ির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁদের ক্রেস্ট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নাইমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রমুখ।

বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ খাগড়াছড়ির গর্ব তিন নারী ফুটবলার ও তাঁদের সহকারী কোচের এক সংবর্ধনার আয়োজন করে। সেখানে পুলিশের পক্ষ থেকে তাঁদের ক্রেস্ট ও উপহার দেওয়া হয়েছে। বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তখনো এ অনুষ্ঠান চলছিল। পুলিশ সুপার নাইমুল হকের সভাপতিত্বে সেখানে উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, কে এম ই এস এরশাদ প্রমুখ।