৬৫ মণ ইলিশ নিয়ে সাগর থেকে ফিরল একটি ট্রলার, বিক্রি সাড়ে ৩৯ লাখ টাকায়

বঙ্গোপসাগরে ধরা পড়েছে এসব ইলিশ। আজ রোববার পটুয়াখালীর কুয়াকাটার আলীপুর মৎস্যবন্দরে নিলামে এসব মাছ বিক্রি হয়ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগর থেকে ৬৫ মণ ইলিশ ধরে উপকূলে ফিরেছে একটি ট্রলার। আজ রোববার দুপুরে সাগর থেকে ফেরার পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে এসব ইলিশ ৩৯ লাখ ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

এফ বি সাদিয়া-২ নামের ট্রলারটির মাঝি মো. শাহাবুদ্দিন বলেন, ৯ জুলাই তাঁরা সাগরে মাছ ধরতে যান। আজ দুপুরে সাগর থেকে ফেরেন। এই কয়েক দিনে তাঁরা ৬৫ মণ ইলিশ ধরেন। বিভিন্ন আকারের এসব ইলিশ ৩৯ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মো. শাহাবুদ্দিন বলেন, ‘আরও অনেক জেলে কমবেশি ইলিশ পাইছে। সামনে আশা করি, আরও বেশি ইলিশ ধরা পড়বে।’ তিনি বলেন, আবহাওয়া খারাপ থাকায় এর আগে কয়েকবার খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের।

মাছগুলো বিক্রি হয়েছে মেসার্স খান ফিশ নামের আড়তে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সাগর ইসলাম বলেন, অনেক দিন পর আবার ইলিশ ধরা পড়তে শুরু করেছে। এতে জেলেরা অনেকটা খুশি। জেলেরা কিছুটা হলেও লোকসান কাটাতে পারবেন।

কলাপাড়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা প্রথম আলোকে বলেন, আবহাওয়া ক্রমান্বয়ে ভালো হয়ে এলে জেলেরা আরও মাছ পাবেন।