কুষ্টিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে সামস নিজে মোটরসাইকেল চালিয়ে কুমারখালীর দিকে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই তাবরেজের মৃত্যু হয়।
এ ঘটনার তিন ঘণ্টা পর সেখানে থেকে মাত্র দুই কিলোমিটারের দূরে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। রউফ মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন।মোটরসাইকেলটি কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস রউফের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রউফের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে রাখেন। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্থানীয় লোকজনকে সেখান থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও নছিমনটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাস ও নছিমনের চালক দুজনই পালিয়ে গেছেন।