পুলিশি বাধার মুখে টাঙ্গাইলে বিএনপির দুই পক্ষের প্রতিবাদ সমাবেশ

টাঙ্গাইল জেলা বিএনপির নেতা–কর্মীরা শহরের শান্তিকুঞ্জ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। আজ শনিবার সকালে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনকে গুলি করে হত্যার প্রতিবাদে পুলিশি বাধার মুখেই টাঙ্গাইল জেলা বিএনপির দুটি পক্ষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। তবে এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির একটি পক্ষ। তবে মিছিল শুরুর পরই পুলিশ নেতা–কর্মীদের বাধা দেয়। পরে সেখানেই পুলিশি বাধার মুখে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন নেতা-কর্মীরা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল। এ সময় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শান্তিকুঞ্জ মোড় এলাকায় সমবেত হয়।

এদিকে বিএনপির আরেকটি পক্ষ শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ নেতা–কর্মীদের বাধা দিলে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক ওই সমাবেশে বক্তব্য দেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ ইকবাল বলেন, আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশের বিষয়ে গতকালই থানা–পুলিশকে অবহিত করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সড়কে না নেমে কোনো মিলনায়তন বা হলরুমে কর্মসূচি পালন করতে হবে। তবে যেহেতু বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল তাই সড়কে না নেমে উপায় ছিল না। কিন্তু নেতা–কর্মীরা সড়কে নামার পরই পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে। পরে সংক্ষিপ্তভাবে কর্মসূচি পালন করতে হয়েছে।

এ বিষয়ে জানতে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।