রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিহত দুই ভাই মো. হাসান ও মো. হোসাইন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম কাসেমুল উলুম মাদ্রাসার পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দুই ভাই হলো মো. হাসান (৮) ও মো. হোসাইন (৬)। তারা ওই এলাকার মো. শফির ছেলে।

শিশু দুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসান ও হোসাইন গতকাল সন্ধ্যার দিকে মাদ্রাসাসংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায়। এশার নামাজের সময় শেষ হলেও তারা ফিরে না আসায় তাদের বাবা খোঁজ নিতে মসজিদে যান। এ সময় মাদ্রাসার পুকুরে হাসানের দেহ ভাসতে দেখেন তিনি। পরে পানিতে নেমে হোসাইনকেও উদ্ধার করেন তিনি। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আজগর বলেন, দুই ভাই প্রতিদিনের মতো মসজিদে জামাতে নামাজ পড়তে যায়। পুকুরে অজু করতে গিয়ে অসাবধানতাবশত একজন পানিতে পড়ে তলিয়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে যায়। এ সময় অন্যজনও পানিতে ডুবে যায় বলে তাঁদের ধারণা।