কিশোর ছেলের চাপাতির কোপে মাদকাসক্ত পিতা নিহত
গাজীপুর মহানগরের গাছা থানাধীন উত্তর জাঝর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ওই ব্যক্তির (৪০) কিশোর ছেলে (১৫) এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তি প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
গতকাল রোববার বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই ব্যক্তি প্রায় সময়ই নেশার টাকার জন্য স্ত্রীসহ পরিবারের সদস্যদের মারধর ও নানাভাবে নির্যাতন করতেন। পরিবারের সদস্যরা এতে অতিষ্ট হয়ে উঠেছিলেন। গতকাল বিকেলে ওই ব্যক্তি তাঁর ছেলের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেন বিক্রি করে দেওয়ার জন্য। এ নিয়ে বাবা–ছেলের মধ্যে কথা–কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে তার পিতাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য পুলিশ ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন বলেছেন, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। ছেলের মুঠোফোন কেড়ে নেওয়া নিয়ে দুজনের ঝগড়া-বিবাদ হয়। এ সময় ছেলে ঘরে থাকা চাপাতি দিয়ে তাঁকে কোপায়। এতে তাঁর মৃত্যু হয়েছে। ওই কিশোর পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।